কেউ ছুঁতে চায় তারার আলো
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
কেউ ছুঁতে চায় তারার আলো
কেউ ছুঁতে চায় চাঁদ
কারোর আবার মনের মধ্যে
মঙ্গল গ্রহের সাধ
আর আমার স্বপ্ন শুধু
সেই সোনার গাঁয় ঘুমিয়ে যেথায়
রাসূল মোহাম্মাদ ॥
ও মেঘের নাও দাও কথা দাও
আমায় সঙ্গে নেবে
একটি বারে হেরার ধারে
সত্যি পৌঁছে দেবে
বয়ে শন শন হয়ে উন্মন
পেরিয়ে প্রাণপন সকল বাঁধ ॥
ও পুবাল বাও যাও নিয়ে যাও
কোন পাখির সাথে
দীনের বন্ধু প্রাণের সিন্ধু
নবীর মদিনাতে
বয়ে শন শন হয়ে উন্মন
পেরিয়ে প্রাণপন সকল বাঁধ ॥
ওগো পাখি নাও গো ডাকি
গানের সুরে সুরে
ভালোবেসে নবীর দেশে
হোক না যতই দূরে
হয়ে উচ্ছল উড়ে চঞ্চল
পেরিয়ে উত্তাল বিসম্বাদ ॥