গান: কেউ না করুক আমি করবো কাজ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
কেউ না করুক আমি করবো কাজ
আল কুরআনের আহ্বানে
দীন কায়েমের প্রয়োজনে
নতুন করে আবার আমি শপথ নিলাম আজ ॥
আমি হতাশ হবো না ভেঙে পড়বো না
নিরাশ হবো না ভয়ও করবো না
দীনের কাজে ব্যস্ত র’বো বরং সকাল-সাঁঝ ॥
দিনের পরে রাত্রি যেমন আসে
তেমনি আবার রাতের পরে
দিনের আলো হাসে।
আমি তাই তো থামবো না বাধা মানবো না
মিছেই কাঁদবো না বৃথা সাজবো না
আশার প্রদীপ জ্বালিয়ে যাবো
নিত্য সবার মাঝ ॥