গান: কেয়ামতের কথা ভেবে
কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা


কেয়ামতের কথা ভেবে
ভয়ে কাঁপে প্রাণ
সেই হিসাবের কঠিন দিনে
দিও আমায় ত্র্রাণ ॥

ভুলে মোহের দুনিয়াতে
পাপ করেছি দিনে রাতে
লাভের কড়ি নেই তো আমার
সব দিকেই লোকসান ॥

শেষ বিচারের কঠিন দিনে
তোমার আদালতে
উঠবে তুমি কাহার হয়ে
ন্যায়ের মিজান হাতে ॥

সেই বিচারের কাঠগড়াতে
সাহস আমার নাই দাঁড়াতে
আবার সে নয়ন পাতে
ডাকছে আষাঢ় বান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *