গান: কে দিল আমার প্রিয় জন্মভূমি
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান


কে দিল আমার প্রিয় জন্মভূমি
সবুজ শ্যামল এই বন বনানী
এতো সুন্দর রূপে কে বলো
সৃজন করেছে এই ধরণী
সে যে আল্লাহ মহান ॥

কার ইশারায় রাতের আঁধারটা জোছনা বিলায়
ভোরের পাখিরা কার নামেতে বল গান গেয়ে যায়
সৃজন করেছে ওই তারকারাজি
মহান প্রভু তাঁর দয়া অফুরান ॥

কার প্রেমেতে শিউলি বকুল ফুল সুবাস ছড়ায়
সাগর নদী ঝর্ণাধারা দূরে যায় বয়ে যায়
সৃজন করেছে এই গাছ-গাছালি
মহান প্রভু তিনি বড় দয়াবান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *