গান: খাদিজার মতো যদি জীবন গড়ো
কথা ও সুর: আব্দুস সালাম
খাদিজার মতো যদি জীবন গড়ো
মা ফাতেমার মতো পাবে সন্তান
তোমার জীবন হবে আনন্দময়
আয়েশার মতো হও চরিত্রবান।।
বেদ্বীনের রঙে রাঙিও না জীবন
কোরআন হাদিস করো তোমার আপন
তোমার নিজেকে সঁপো দ্বীনের তরে
তোমার আপন হবে আল্লাহ মহান।।
লালোসার পানে কভূ বাড়িও না হাত
রাবেয়ার মতো তুমি কর ইবাদাত
গাজালির মতো যদি জীবনটা হয়
দোজাহানে পাবে তুমি পাবে সম্মান।