গান: খোদার রঙে জীবন যারা রঙিন করে নেবে
কথা: আমিনুল ইসলাম
সুর: সংগ্রহ
খোদার রঙে জীবন যারা রঙিন করে নেবে
বেহেশতেরই গুলবাগিচা তাদেরই হবে ॥
খোদার রাহে চলারই পথ বন্ধুর হবে
ফুল বিছানো রবে নাকো কাঁটাই পাবে
কাঁটার আঘাত সয়েও যারা দৃঢ় অটুট রবে
ধন্য তারা পুণ্য জীবন তাদেরই হবে ॥
খোদার রাহে হেসে যারা জীবন দেবে
তাঁরই অপার রহম তারা লুটে নেবে
শেষ বিচারের আদালতে তারাই মুক্তি পাবে
ফেরদাউসেরই অনন্ত সুখ তাদেরই হবে ॥