গান: খোদার রাসূল নেতা আমার
কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা
খোদার রাসূল নেতা আমার
বিশ্বনবী মুহাম্মদ
আরশ পাকে সম্মানিত
আল্লাহ তায়ালার প্রেমাস্পদ ॥
অন্ধকারে তিনি আলোর ধারা
তাঁর ছোঁয়াতে বিশ্ব পাগলপারা
সাহারার এ শুষ্ক বুকে তিনি শীতল হ্রদ ॥
রহমতের পেয়ালা তিনি জান্নাতেরই ফুল
সৌরভে তার বিশ্ব মাতাল তারিফে মশগুল।
সেই নূরের কদম পরলো ধরায় তার
অন্ধকারে আলোর দেখা পায়
সেই সুরতের নেই তুলনা কুদরতী প্রচ্ছদ।