গান: গল্প বলি শোন প্রিয় নবীজীর
কথা: নুসরাত-নুর-উন নাহার
সুর: হাসনাত আবদুল কাদের


গল্প বলি শোন প্রিয় নবীজীর
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর ॥

ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে
সালাম দিতেন আগে ভালোবেসে
চোখ দুটো ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরিব দুঃখীর ॥

যাদের ছিলো না কোন সহায় স্বজন
তাদের ছিলেন তিনি বড়ই আপন
হৃদয় ছিলো তার অতল গভীর
পরের ব্যথাতে তিনি সদাই অধীর ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *