গান: গাঁয়ের নাম মধুময় সুবর্ণপুর
কথা ও সুর: আবুল আলা মাসুম
গাঁয়ের নাম মধুময় সুবর্ণপুর
তীর ঘেঁষে তার বয়ে গেছে
নদী তুলে সুর ॥
সবুজ শ্যামল পাতার ফাঁকে
দোয়েল কোয়েল কোকিল ডাকে
রাখালিয়া যায় হারিয়ে
তুলে বাঁশির সুর ॥
সবুজ বনে ফুলের শোভা
মন মোহিনী মনোলোভা
গাঙচিলেরা যায় হারিয়ে
উড়ে বহু দূর ॥