গান: গান গাই বলে তাই
কথা ও সুর: আবদুস সালাম
গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে
শিল্পী তো নয় মূল পরিচয়
কুরআনের কর্মী তো বড় পরিচয় ॥
আমার গানের মাঝে খুঁজে নাও
ব্যথিতের কথা
আমার গানের মাঝে খুঁজো না
সুরের শুধু সুধা
আমি গানে গানে সুরে সুরে
মানবতা চাই ॥
আমার মনের মাঝে
মালেকেরা উঁকি দেয় বারবার
দীন কায়েমের কাজে
নেই তো আমার কিছু হারাবার
আমি বেলালের খুনে রাঙা
শাহাদাত চাই ॥