গান: গোলাপ চাঁপা বকুল ফুলের
কথা: আমিনুল ইসলাম
সুর: সালমান আল আযামী
গোলাপ চাঁপা বকুল ফুলের
ঘুম ভাঙাবে কে
আমরা সকলে, আমরা সকলে ॥
অলস রাতের চাদর ঠেলে
কানে কানে সুধা ঢেলে
মিনার চূড়ে বেলাল সুরে
আজান দেবে কে ॥
আঁধার পুরীর আগল মেলে
জ্ঞান আলোকের মশাল জ্বেলে
সঠিক চলার পথগুলো সব
চিনিয়ে দেবে কে ॥
জালিম রাজের কবর দিয়ে
আল কুরআনের সবক নিয়ে
হেলাল আঁকা নিশানখানি
উড়িয়ে দেবে কে ॥