ঘন দুর্যোগ পথে দুর্ভোগ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ
তবু চল তবু চল
পাহাড় বনানী পেরিয়ে সেনানী
ভাঙ মিথ্যার জগদ্দল ॥
মজলুমানের মৃত্যু তুহিন হৃদয়ে
আন আশ্বাস রক্ত সূর্য উদয়ে
হেরার গুহার উদ্ভাসে ফের
জাগা জনতার প্রাণ অতল ॥
তিমির কুহেলী ঠেলে আন তিথি শুক্লা
নিদান এই হৃদয়ে জ্বাল অম্লান উল্কা।
হেজাযের ঝড়ে জনপদে আন বন্যা
কুরআনের সুধা পিয়ে হোক ধরা ধন্যা
নয়া খেলাফত রাশেদার দীন
ঘুচাক জাহেলী প্রলাপ ছল ॥