গান: ঘুমিয়ে আছো রাসূল আমার
কথা: আজিজুর রহমান
সুর: ফজলুল হক
ঘুমিয়ে আছো রাসূল আমার
মদীনার ঐ গুলবাগে
না দেখা হে প্রিয় আমার
তাই তো বিধুর লাগে ॥
ফুলের বুকের গন্ধ সম
তোমার স্মৃতি প্রিয়তম
জড়িয়ে আছে প্রাণে মম
তারই দোলা লাগে ॥
চোখের পানির এই দরিয়ায়
কেঁদে কেঁদে খুঁজি তোমায়
কেন আমি জন্মিনি হায়
তোমার যাওয়ার আগে ॥