গান: ঘুম থেকে মা ডেকে দিও
কথা ও সুর: শফিক আদনান
ঘুম থেকে মা ডেকে দিও ফজরের আগে
যেন আমার মুখে আল্লাহ নামে ফুল পাখিরা জাগে।
নামাজ শেষে দু’হাত তুলে করব মোনাজাত
খোদার রহম ঝরে যেন সারা দিবস রাত
সব শিশুরাই থাকে যেন পরম সোহাগে।
রোজ সকালে কোরআন পড়ে যার শুরু হয় দিন
তুমি তো মা বলতে সে যে তুলনা বিহীন
খোদার কাছে থাকবে সে যে কোমল ফুলের বাগে।