চলো চলো চলো মুজাহিদ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

চলো চলো চলো মুজাহিদ
পথ যে এখনো বাকি
ভোলো ভোলো ব্যথা ভোলো
মুছে ফেলো ওই আঁখি ॥

আসুক ক্লান্তি শত বেদনা
শপথ তোমার তবু ভুলো না
সময় হলে দিও আযান
তৌহিদের হে প্রিয় সাকী ॥

তোমার ঘামের সঙ্গে মিশে
জাগবে সাড়া রাতের শেষে
উঠবে বেজে ভোরের সানাই
নীড়ছাড়া ও রে পাখি ॥

ক্ষুধায় কদম চলতে চায় না
দৃষ্টি পথের সীমা পায় না
বাঁকের পরে বাঁক যে এসে
দূরের সাথে বাঁধে রাখি ॥

ব্যথার পাথর বক্ষে চেপে
যেতে হবে তবু যে দূরে
থামলে তোমার চলবে নাকো
ভীরুর খ্যাতি চাও নাকি ?

সান্ত¡না তব খোদার খুশি
এই তো পাওয়া রাশি রাশি
লোকের ঘৃণায় কী আসে যায়
খোদার সেই রঙ নাও মাখি ॥

ভয় কী তোমার সঙ্গী খোদা
দীলের কাবায় কুরআন বাঁধা
মরলে শহীদ বাঁচলে গাজী
কেবা তোমায় দেয় ফাঁকি ॥