গান: চল বন্ধু হারিয়ে যাই
কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: শেখ আবদুল হাদী


চল বন্ধু হারিয়ে যাই
দূর অজানার গাঁয়
যেথা আছে ছোট নদী
চড়বো মোরা সবুজ পালের নায় ॥

ভর দুপুরে নাটাই সুতো হাতে করি
উড়াবো মোরা রঙিন সুতোর ঘুড়ি
ইচ্ছে হলেই ছুটবো পিছন
চাঁদের বুড়ি ডাকবে মোদের আয় ॥

রঙ বেরঙয়ের প্রজাপতি মুঠো করি
স্বপ্নলোকে দেব যে আজ পাড়ি
সোনালি সকাল আনবো মোরা
শুভ্র শিশির পড়বে মোদের পায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *