গান: চারিদিকে জ্বলছে আগুন
কথা ও সুর: আবুল কাশেম
চারিদিকে জ্বলছে আগুন ঘরে আগুন বাইরে আগুন
দাউ দাউ জ্বলছে আগুন
এই আগুন না নিভালে ছাই হবে পুড়ে সকলে ॥
আগুন লেগেছে দেখে দৌড়ে এসে ঘরে ঢুকে
আগুন তো নেভাই না রে
দরজাটা বাঁধে কষে সেভ থাকতে চায় ঘরে বসে
আগুন তো নেভাই না রে
বসে ঘরের ভিতরে আগুন আগুন ফিকির করে
হাত পা সবি গুটিয়ে নিজেকে রাখে লুকিয়ে
বাহিরে আসে না রে চোখ মেলে দেখেনা রে
মুখ খুলে বলে না রে কাউকে তো ডাকে না রে
আগুন তো নেভাই না রে
বলুন তো এমন করলে রেহাই কি মিলবে কপালে ॥
অফিসে আদালতে জ্বলছে আগুন ভাই রে ভাই
আগুন তো নেভায় না রে
সমাজ সংসার সবি জ্বলে পুড়ে হইলো ছাই
আগুন তো নেভায় না রে
শিক্ষা ও সংস্কৃতি দাউ দাউ করে জ্বলছে হায়
রাজনীতি অর্থনীতি এই আগুনের বাইরে নাই
কেউ তো চোখ মেলে না রে বাইরেতো আসে না রে
মুখ খুলে বলে না রে কাউকে তো ডাকে না রে
আগুন তো নেভে না রে ॥
মাদরাসায় ডিগ্রি নিয়ে মাহফিলে ওয়াজ ফরমান
ভার্সিটি পাস করে কেউ ধর্ম-কর্মে লজ্জা পান
খানকাতে বসে কেউ দীল জিন্দা করতে চান
কেউ পড়ে খতমে ইউনুছ কেউ খতমে খাজেগান
কেউবা কুরআন পড়ে ভক্তিভরে চুমু খান
আরো হে কেউ দশটি করে নেকী তুলতে পেরেশান ॥