গান: চারিদিকে ফূর্তি আনন্দ উল্লাস
কথা: আসাদ বিন হাফিজ
সুর: আবু রায়হান
চারিদিকে ফূর্তি আনন্দ উল্লাস
চারিদিকে আনন্দের শত কলরব
আমরা নবীন আমরা শিশু আমরা তাজা প্রাণ
আমরা গাই অজুত কন্ঠে নতুন দিনের গান
নব জীবনের গান
উৎসব…
আজ শিশু কিশোর আনন্দ উৎসব
পুরানো দিনের গ্লানি ব্যথা ভয় আর নয়
আমাদের কাছে হার মানে সব ব্যর্থতা পরাজয়
আমরা আনি ঝলমলে ভোর সুখের অনুভব
নতুর ঊষা চোখ মেলে শোনে আমাদের কলরব
উৎসব…
আজ শিশু কিশোর আনন্দ উৎসব
জয় জয় মানুষের জয় মানবতার
আমাদের আছে প্রাণ উচ্ছল সাহসের সম্ভার
আছে উদ্যম আছে হিম্মত নিষ্ঠার সম্বল
মন্দ মিথ্যা আমাদের কাছে মানে তাই পরাভব
উৎসব…
আজ শিশু কিশোর আনন্দ উৎসব