গান: চারিদিকে বুকে বুকে
কথা ও সুর: আশরাফুল ইসলাম
চারিদিকে বুকে বুকে যন্ত্রণার আগুন
নেই কথা আছে ব্যথা বেদনার ফাগুন
অস্তমিত হয়েছে ঐ ন্যায়ের সূর্যটা
উঠছে না আর কোন দিগন্তে শান্তির পতাকা
সকাল সন্ধ্যা বুক থেকে ঝরছে কত খুন ॥
মিছিলে মিছিলে চলছে কত নানান শ্লোগান
মানি না আর মানবো না চলছে অবিরাম
তবুও হচ্ছে না মানা ঐ সকল কর্ম কাজ
হারিয়ে গেছে চোখ থেকে জীবনের সব লাজ
নেমেছে গহীন আঁধার চারিদিকে অন্ধকার
আছে শুধু হায়েনার জম
সেই আঁধার কাটিয়ে ব্যর্থতাকে মিটিয়ে
ভাঙবে কবে মানুষের ঘুম ॥
দিক বিদিকে ছুটছে মানুষ শান্তির আশায়
পাচ্ছে না শান্তি তবু কোন জায়গায়
ভালো মানুষের মুখোশে যারা দিচ্ছে আশ্বাস
রক্ষক হয়ে ভক্ষক সেজে করছে সর্বনাশ
নেই কোন সুবিচার ভালো মন্দ একাকার
সব মিলে ধরেছে ঘুন
চলছে তাই অনাচার চারিদিকে হাহাকার
ঝরছে তাই অবিরত খুন ॥