গান: ছোট্ট আমার দেশ কত সুন্দর
কথা ও সুর: আবদুস সালাম
ছোট্ট আমার দেশ কত সুন্দর
দেখে যেন ভরে যায় অন্তর
যেখানে ঝিলের বুকে পদ্মফোটে
গান শোনা যায় পাখির ঠোঁটে
পানশি মাঝির পাল তোলা নাও
যায় রে তেপান্তর।
ডাহুক ডাকে ডালে দোলে পাতার ফাঁকে ফাঁকে
বাবুই পাখি স্বপ্ন বোনে কতই কারুকাজে
এত যতন করে গড়লো তারে কোন সে কারিগর।
রুমঝুম রুমঝুম সুরে পরে বর্ষা দিবারাতি
দেশটি আমার ধুয়ে মুছে হয় যে পরিপাটি
যত দেখি তারে তৃষ্ণা বাড়ে তাই দেখি বারবার।