গান: ছোট ছোট প্রাণগুলো আয়
কথা ও সুর: সাইফুল্লাহ মানছুর
ছোট ছোট প্রাণগুলো আয় মিলেমিশে গাই
সত্য ন্যায়ের পথটি ধরে চলবো আজ সবাই ॥
মোদের প্রভু আল্লাহ তায়ালা তাই করি না ভয়
রাসূল হলেন নেতা মোদের নেই কোন সংশয়
এসো না তাই কদম কদম সব বাধা মাড়াই ॥
গাছ-গাছালী ফসল নদী পাখির কলতান
সকল কিছুই মহান স্রষ্টা আল্লাহ তায়ালার দান
তাঁরই দেয়া মন ভুলানো রঙ বেরঙের ফুল
এত কিছু পেয়েও তবু কেন করি ভুল ॥
এসো না তাই সবাই মিলে খোদার পথে চলি
বুকে বুকে বুক মিলিয়ে সত্য কথা বলি
আল কুরআনের আলোর পথে জীবনটা বিলাই ॥