গান: ছোট থাকবো না মোরা চিরদিন
কথা ও সুর: সালমান আল আযামী
ছোট থাকবো না মোরা চিরদিন
বড় হবো নিশ্চয়ই একদিন
সেদিন তো আর বেশি দূরে নয়
খোদার বিধানের আনবো বিজয় ॥
আমাদের মাঝেই লুকিয়ে আছে খালেদের মতো কত বীর
আমাদের থেকেই সৃষ্টি হবে যে দিগবিজয়ী মহাবীর
হে খোদা মোদের শক্তি দাও নির্ভীক হবার সাহস দাও
যেন প্রমাণ করতে পারি নেই মোদের কোন সংশয় ॥
সবাই মিলে এসো শপথ করি
জীবন খোদার রঙ্গে রঙ্গীন করি
তবেই শক্তি খোদা দেবেন উপহার
কায়েম হবে ফের সমাজ খোদার।
কুরআন শরীফ থেকে শিক্ষা নেবো কিভাবে মানুষ হতে হয়
রাসূলের হাদীস হতে জানতে পারবো আমাদের মূল পরিচয়
মোরা থাকবো না পিছে কোনদিন আর করবো জীবনকে বিলীন
এই শপথে টিকে থাকতে মোদের নেই কোন ভয় ॥