গান: জংলী বুশের হিংস্র থাবায়
কথা ও সুর: সংগ্রহ

জংলী বুশের হিংস্র থাবায়
রক্তে ভাসে মরু
কাঁদছে গোটা বসুন্ধরা
কাঁদছে ছায়া তরু ॥

বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন লেলিহান
দিকবিদিকে ছড়িয়ে এখন ছুঁয়েছে আসমান
প্রতিবাদে দাঁড়িয়েছে আজ
সুমেরু কুমেরু ॥

যেই আগুনে পুড়ে মরে অবুঝ শিশুর দেহ
সেই আগুনে পুড়বে বুশও নেই কোন সন্দেহ
সেই সাথে ছাই হবে ওদের
টনি বলদ গরু ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *