জিহাদের মানে হলো বাঁচতে শেখা
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
শাহজালালের সেই
তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি
জিহাদের মানে হলো বাঁচতে শেখা
খান জাহানের সাথে
শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি
রক্তের আখরে তা রয়েছে লেখা ॥
যে ঈমান খাঁটি কোন খাঁদ নেই
সে ঈমান কথা ওগো বলবেই
হাজী নিসার আলী
তিতুমীরের পথ ধরে জানতে পেরেছি
মুমিনের কাজ হলো লড়তে থাকা ॥
আছে যার ঈমানের/আলোকের সম্ভার
আঁধারের নেই কোন ভয় তার
সূর্যের উঠা দেখে
সন্দেহাতীতভাবে জানতে পেরেছি
সত্যের গতিবেগ যায় না রোখা ॥
যে মরণ জীবনের জন্যে
সে মরণ তোলপাড় করবেই
বালাকোটের সেই
ইতিহাস পড়ে আমি জানতে পেরেছি
শহীদের রক্ত যে যায় না বৃথা ॥