জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই
জিহাদ ছাড়া অন্য কোন পথে মুক্তি নাই ॥
খাঁটি মুমিন না হলে কেউ হয় না মুজাহিদ
আল্লাহর পথের পথিকদেরও হয় না কো সুহৃদ
গাজী হতে চাই আমি গাজী হতে চাই
আবুল আলা মওদুদীর ন্যায় গাজী হতে চাই
আব্বাস আলী খানের মত গাজী হতে চাই ॥
দুর্বল ভীরু কাপুরুষরা জিহাদ করে না
জীবন দেবার ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে না
শহীদ হতে চাই আমি শহীদ হতে চাই
মালেক ভাইয়ের মত আমি শহীদ হতে চাই
সাব্বির ভাইয়ের মত আমি শহীদ হতে চাই ॥