গান: ঝম ঝমা ঝম বৃষ্টি পড়োচে
কথা ও সুর: লিটন হাফিজ চৌধুরী
ঝম ঝমা ঝম বৃষ্টি পড়োচে
টিনের চালত ঝম ঝমা ঝম বৃষ্টি পড়োচে
খুশিতে নাচে রে পরাণ ॥
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকোচে ব্যাঙ
তড়াং বড়াং লাপাচে চ্যাং
হাঁটু পানিত বাঁশের পাতার নৌকা ছাইড়ে দে রে
হাঁটু পানিত কাগজের নৌকা ছাইড়ে দে
আব্বাসউদ্দীনের গান শুনি ভাই
এডিও জুড়ে দে ॥
ইঙকা মজা পাবা বলে
গায়ের বাড়িত যাও রে চলে
তাকডুম তাকডুম তাকডুম
সাওতালী ঢোল বাজে রে
খোপের ভিতর পায়রা
বাকুম বাকুম করে রে
আবদুল আলীমের গান শুনি ভাই
এডিও জুড়ে দে ॥