গান: ডাক এসেছে জাগতে হবে
কথা: আবুল হোসাইন মাহমুদ
সুর: মুস্তাফা শওকত ইমরান
ডাক এসেছে জাগতে হবে
চলো এবার ময়দানে
ইসলামী সমাজ গড়তে সবাই
সাড়া দাও এই আহ্বানে ॥
শান্তির হুকুমাত আনতে
বাতিলের সব ভীতি ভাঙতে
সিংহ শার্দুল গর্জে ওঠো
হুংকার ছাড়ো সবখানে ॥
ঝেড়ে ফেল জড়তার সব কালিমা
বাঁধো বুকে সাহসের সূর্য লালিমা।
সত্যের এ পথে চলতে
মিথ্যা দু’পায়ে দলতে
জনতার যুদ্ধের দমকা বাজাও
চলো ঈমানের টানে ॥