গান: তাঁর ভালবাসা যদি পেতে চাও
কথা: হাসান আখতার
সুর: সাইফুল্লাহ মানছুর
তাঁর ভালবাসা যদি পেতে চাও
তবে মানুষেরে ভালবেসে যাও ॥
প্রেমের পথে তারে পাবে চিরদিন
ভূখা নাঙ্গা অসহায় দুঃখী দীনহীন
তাদের মাঝে তাঁরে খুঁজে পাবে
মনের দুয়ার যদি খুলে দাও ॥
তৃষিত জনে দিলে এক ফোটা জল
বাঁচে যদি তাতে কোন দুর্বল
আনন্দ স্রোতধারা যাবে বয়ে
মনের দুয়ার যদি খুলে দাও ॥