গান: তুমি মানুষকে বানিয়েছ কত সুন্দর
কথা ও সুর: সুমন আজিজ
তুমি মানুষকে বানিয়েছ কত সুন্দর
কত সুন্দর করে কত সুন্দর
যেমন তুমি জ্ঞান দিলে
দিলে তুমি তারে সম্মান
আল্লাহ মহান আল্লাহ মহান ॥
আঠারো হাজার মাখলুকাতের
মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে
কীট পতঙ্গ আর ফেরেশতা জ্বীন
তাদের মধ্য থেকে মানুষ করে
বাড়িয়ে দিলে সম্মান আরো
বুকে দিয়ে আল কুরআন ॥
শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী
করেছ আমাদের দান
সবার সেরা উম্মত করে
রেখেছ আমাদের মান
তোমার নামে জিকির করি
গাইবো সারাক্ষণ গান ॥