গান: তুমি যদি কভু
কথা: আবুল আলা মাসুম
সুর: মশিউর রহমান
তুমি যদি কভু দেখা দাও হে অনন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য ॥
কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর
দুখের ঝর্ণাধারা এ নয়নে অঝোর
দাও যদি দেখা সামান্য ॥
অনন্ত কাল আমি থাকতে পারি বসে
বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে
হোক না সে মরু অরণ্য ॥