গান: তুমি রহমতে আলম
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
তুমি রহমতে আলম জানে তা
সারা দুনিয়া
রহমতে নিভে দোযখ
দারুণ হাবিয়া ॥
তুমি নবী কামলিওয়ালা
তোমার নূরে ভুবন আলা
আসে বৃষ্টির মতো রহমত অবিরত
ঝরিয়া ঝরিয়া ॥
যার নামের সুরভিতে
উঠলো ভুবন মেতে
কুল ইনসান সে নাম গাহিছে সুবহে শাম
মজিয়া মজিয়া।
সবে পড় সাল্লেআলা
আর মিটাও প্রাণের জ্বালা
প্রেমে তার হও না পাগল
দু’চোখে নামাও বাদল
স্মরিয়া স্মরিয়া।