গান: তুমি সুন্দর ও প্রভু
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু


তুমি সুন্দর ও প্রভু
সুন্দর তোমার এই সৃষ্টি
আলো আঁধারের কী দারুণ খেলা
যায় না ফেরানো দৃষ্টি
তুমি সুন্দর তুমি সুন্দর তাই
তোমার সৃষ্টিপানে হৃদয় হারাই ॥

সাগর পাহাড় অরণ্য তারা
কত সুন্দর এই বসুন্ধরা
কী যে অপরূপ এই মায়াবী রাত
রুপালি আলো ছড়ালো যে চাঁদ ॥

তরঙ্গ নদীর কলতান
পাখপাখালির কুহুকুহু গান
ঝর্ণাধারার অপরূপ শোভা
হাজারও সৃজন কতই না লোভা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *