গান: তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ
কথা ও সুর: ইলিয়াস হোসাইন
তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ
লাখো শহীদের বাংলাদেশ
তোমার বুকে লুকিয়ে আছে
কোটি জনতার উন্মেষ
ও আমার বাংলাদেশ ॥
কবি ফররুখের ছন্দে মাখা
কবি নজরুলের গানে
আল মাহমুদের হৃদয় মাঝে
কবি মল্লিকের প্রাণে
হাছন লালনের সুরের মাঝে
একটি সোনার দেশ ॥
শরীয়তুল্লাহ শাহ জালালের
রক্তে রাঙা হলো এ দেশ
তিতুমীরের জীবন দিয়ে
গড়লো সোনার বাংলাদেশ
পীর আউলিয়ার চারণভূমি
এই তো আমার দেশ ॥