গান:তেমন মানুষ মিলবে না আর
কথা ও সুর: সাইফুল্লাহ মানছুর
তেমন মানুষ মিলবে না আর
এই ধরাতে ফের
যে ছিলো আপন দুঃখীদের
গরিবের ॥
গরিব দুঃখী তাঁর কাছে বলতো কথা
বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা
কারণ তিনি পাশে যেতেন দুঃখ ঘোচাতেন
সকল মানুষের ॥
আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি
বললেন আবার খোদার কাছে, ওরা বোঝেনি
কারণ তিনি ক্ষমা করতেন ভালোবাসতেন
সকল পাপীদের ॥