গান: তোমাদের ভুলিনি ভুলবো না কোনদিন

তোমাদের ভুলিনি ভুলবো না কোনদিন
যারা দিয়ে গেলে জাতিকে চির ঋণ ॥

সয়ে গেলে কত না দুঃখ
চেয়েছিলে মানুষের সুখ
আরাম আয়েশ দু’পায়ে ঠেলে
বাজালে গো সত্যের বীণ ॥

কে বলে তোমরা নেই
হৃদয়ে দেখি খুঁজি যেই
চির অম্লান চির জাগরুক
তোমাদের নেই কোন ঋণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *