গান: তোমার আগমনে মুক্তি পেল
কথা: ইয়াছিন আরাফাত
সুর: ইকবাল হুসাইন


তোমার আগমনে মুক্তি পেল
তোমার আগমনে সুপথ পেল
আঁধারে ঢাকা মানবকুল
হে প্রিয় রাসূল ॥

তোমার আগমনে মুক্তি পেল
আওস এবং খাজরাজ
তুমি শেখালে যুদ্ধ ছাড়া
কী করে বাঁচে এই সমাজ
জাহেলি সমাজে ফোটালে তুমি
অনন্ত অমিয় শান্তির ফুল ॥

স্থাপন করেছ তুমি তোমার হাতে
হাজরে আসওয়াদ
ঐক্যের বন্ধন করেছ অটুট
মিটিয়ে দিয়ে সকল বিবাদ
তোমারই মুগ্ধ আচরণে
সকল মানুষ তাই হয়েছে ব্যাকুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *