গান: তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক
তবে কেন হবে না তুমি অপরূপ
ঢেউ ঢেউ ঐ নদী বয়ে চলে নিরবধি
সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ ॥
নদীর কাছে প্রশ্ন করে পাই সাড়া
বললো সে যে তিনি ছাড়া সব দিশেহারা
শুধু এই হৃদয়ে সবুজ হয়ে হয়ে
রয়ে যায় সে মহান রূপ ॥
পাখির গানে সেই মহানের নাম শুনি
মিনার হতে ভেসে আসে তাঁর নাম ধ্বনি
হৃদয়ের এ বাঁকে রেখেছি আমি যাকে
রয়ে যায় সে মহান রূপ ॥