গান: তৌহিদী কলেমার ঝাণ্ডাবাহী
কথা: আবু তাহের বেলাল
সুর: গোলাম মাওলা
তৌহিদী কলেমার ঝাণ্ডাবাহী
চির দুর্বার আলোক মিছিল
কত মরু দুর্গম পথ পাড়ি দেয়
পদভারে কাঁপায় নিখিল ॥
অগণন শহীদের রক্তের ঋণ
বাধার প্রাচীরগুলো যায় গো ভেঙ্গে
ভীরুতার মন্ত্রে কভু কখনও
পথচলা তার হয় না শিথিল ॥
খোদার শাসন চাহে ধূলোর ধরায়
বাঁকে বাঁকে তাই সে রক্ত ঝরায়
প্রত্যহ নিশিদিন যায় ঝরিয়ে
ভালোবাসা পেয়ে অনাবিল ॥
চির সবুজ অপরূপ বাংলাদেশে
হেরার আলো একদিন উঠবে হেসে
আকাশ বাতাস হবে আলোড়িত
হবে শুরু ঋতু বর্ণিল ॥