গান: ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥
ধূলির ধরা বেহেশতে আজ
জয় করিলো দিলো রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায় ॥
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায় ॥
আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায় ॥
নিখিল দরূদ পড়ে ল‘য়ে নাম
সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
জ্বীন পরী ফেরেশতা সালাম
জানায় নবীজির পায় ॥