গান: দয়াময় হে খোদা দয়াময়
কথা ও সুর: হাসনাত আবদুল কাদের

দয়াময় হে খোদা দয়াময়
তোমার করুণায় তোমার মহিমায়
বেঁচে আছি মোরা ॥

আমরা কত নাফরমান
পেয়েও তোমার সারা জাহান
তোমার দেয়া সব নেয়ামতের
করি না কোন শুকরান
এত কিছুর পরেও তবু
করেছো জাহান সেরা
তুমি করেছো সৃষ্টির সেরা ॥

পাবো কি তোমার জান্নাত
হাতে আসবে কি আবহায়াত
কিয়ামাতের সেদিন কঠিন সময়
পার পাবো কি পুলসিরাত
নবীর উম্মত তাই দেবে শাফায়াত
পার পাবো পরম্পরা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *