দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ
রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কুরআনের রাজ ॥

কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত
বাতিল মতের জিন্দানে হায় শংকিত রে শংকিত
জলে স্থলে বিভীষিকা হায় পশুত্ব আর বর্বরতায়
তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ॥

লাখ শহীদের রক্তে এ দেশ রঞ্জিত রে রঞ্জিত
লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত
কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু প্রাণ হারালো
সকল ব্যথা ভুলবো পেলে খোদা তোমার রাজ ॥

আর কত চাও রক্ত খোদা উজাড় এ দেশ উজাড় প্রায়
আর কত চাও শহীদ খোদা উজাড় এ দেশ উজাড় প্রায়
চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভরো ভরো
সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ ॥