গান: দিন যাকাত দিন ধনী গণী
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
দিন যাকাত দিন ধনী গণী
এই মাহে রমজানে
গরিব দুঃখীর অংশ দিয়ে
আনুন তৃপ্তি প্রাণে ॥
ধনের মালিক আপনি তো নন
আপনারও নয় আপনার জীবন
সকল কিছুর মালিক তিনি
সবই যাহার শানে ॥
থাকলে ভূখা প্রতিবেশী
রয় না তো ঈমানের রেশই
থাকতে সময় নিন বুঝে নিন
এই হাদিসের মানে ॥
যাকাত দিলে সম্পদ বাড়ে
হারাবার ভয় থাকে না রে
আমির ফকির এক হয়ে যায়
ঈমানদার তা জানে ॥