গান: দিয়েছি তপ্ত কলিজার খুন
কথা ও সুর: সংগ্রহ

দিয়েছি তপ্ত কলিজার খুন
দিয়েছি বুকের শেষ
ঊষার আকাশে দিয়ে যাই মোরা
সূর্যের সংকেত ॥

বিশ শতকের মুজাহিদ সেনা
বিশ্বাসী ক্ষুরধার
ভারত মার্কিন শ্বাপদ নেমেছে
বিপ্লবী হুঁশিয়ার
দুনিয়ার বুকে আনবো শান্তি
মুছে যাবে যত ক্লেশ ॥

কেন পড়ে আছ অলস মোড়ায়
নামে জনতার ঢল
নব শাদ্দাদ ফেরাউন কাঁপে
অশান্ত টলমল
আল্লাহর পথে দাঁড়াও সারিতে
করো নাকো ভেদাভেদ ॥

নিত্য আলোয় কোরআন দিয়েছে
মহা সত্যের ডাক
বাতিল পথে মিথ্যার বেসাতি
নিশ্চল হতবাক
দীনের ঝাণ্ডা উড়াবো এবার
আগামীর অভিষেক ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *