গান: দুয়ার ভেঙ্গে যে ছেলেটি মিছিলে গেছে
কথা: চৌধুরী গোলাম মাওলা
সুর: সংগ্রহ
দুয়ার ভেঙ্গে যে ছেলেটি মিছিলে গেছে
তারে তুমি ফিরাইও না আর
মাগো তারে তুমি পিছন হতে
ডাকিও না আর ॥
এই আন্দোলনের পথটি ধরে
মালেক গেছে চলে
হাজার মালেক আরো আসছে দেখো
প্রতিবাদ কোলাহলে
ন্যায়ের ঝাণ্ডা রাখছে চির উঁচু
তোমার ছেলে বিপ্লবী রাহবার ॥
যেখানে মানুষ পায় না খেতে
পায় না আব্রু আপন অধিকার
জীবন বাজি সেখানে শুধুই
নেই কিছু হারাবার।
তাই হেরার তোরণ গড়তে ওরা
আঁধারে আগুন জ্বেলে
নবীর এ পথে চলতে চলতে
বুকের রক্ত দিয়েছে ঢেলে
কায়েম করতে খোদার হুকুমাত
ওরা যে শহীদ সোনালি উপহার ॥