জারী গান: দেশবাসী সকল জন
কথা ও সুর: আবুল কাশেম
(ওরে) দেশবাসী সকল জন
সবাই শোনেন দিয়া মন
সেরা আদর্শ আমার নবীজীর জীবন
কর নবীর অনুসরণ ॥
আরে ও দেশের ভাই
শুনেন মন দিয়া সবাই
(ওরে) বারো রবিউল আউয়ালের চান্দে
মা আমিনার ঘরে
দয়াল নবীজী আমার জন্মগ্রহণ করে
শিশুকালে দুধ মাতা মা হালিমার কোলে
সোনা মানিক আদর্শেরই কেমন খেলা খেলে
হায় রে দুধ ভাইয়েরই দুঃখ-কষ্ট দূর করিতে হায়
অবুঝ এই শিশুটি দেখ ভাইবা চিন্তা খায়
দেখ শিশু হযরত করেন হকের আচরণ ॥
(ওরে) শিশুকালে দয়াল নবী কেমন
অন্যের হক আদায় করে
এমন শিশু মিলবে কি আর
এই ভব সংসারে (হায় রে)
দুনিয়ার সব শিশুদের কি সুন্দর আদর্শ শিশু
হযরত (তাই তো) ॥
(হায় রে) জন্মের আগে পিতা হারান
পরে হারান মাতা
এতিম এই শিশুর মনে হায় রে সেকি ব্যথা
মাঠে মাঠে মেষ চরান আর ভাবেন ফাঁকে ফাঁকে
এমন সুন্দর দুনিয়াটা বানাইলেন কে?
(ওরে) এমনি কইরা শিশুকাল যায়
কিশোরকাল কাটে
(তখন) মাইনসে মাইনসে মারামারি
চলে দিন রাত
গোত্রে গোত্রে যুদ্ধ লড়াই
হয় কী রক্তপাত
তাই দেখিয়া হযরত কী করলেন-
(ওরে) এমনি কইরা শিশুকাল যায়
কিশোরকাল কাটে
জীবন যুদ্ধেরই কত ঘটনাই যে ঘটে
(তখন) তরুণ হযরত সেদিন
গড়িলেন সংগঠন ॥
(ভাই রে) বয়স যখন এমনি কইরা
যাইতাছে পার হইয়া
আদর্শবান হযরতেরই
চক্ষু যায় খুলিয়া
জীবন জগতকে ভাবেন নতুন করিয়া
দুনিয়ায় মানুষের শান্তি আসবে কী করিয়া
(ওরে) যুবক হযরত তখন কী করিলেন হায়
যুবক সমাজকে তিনি আহ্বান জানায়
(কারণ) সমাজ বদলাইতে হযরত
চাহিলেন যে তখন ॥
সবারই জন্য উত্তম আদর্শ
(তাই তো) শিশু কিশোর তরুণ যুবকদের
সেরা আদর্শ হযরত সব মানুষের
আল আমিন সত্যবাদী মিথ্যার জগতে-
(দেখ) মিথ্যার জগতে
পূর্ণিমার চাঁদ তিনি আন্ধার ধরাতে
(তাই তো) সবাইর জন্য সেরা আদর্শ
আমার নবীজীর জীবন
ওরে নিজের বিবেক বুদ্ধি দিয়া
সমাজ সেবার কাজ
করিয়া যাইতে লাগিলেন
সারাদিন ও রাত
(কিন্তু) মানুষের বুদ্ধিতে কি আর
স্থায়ী শান্তি আসে
সমাজ সেবক হযরত আমার
ভাবেন তখন বসে।
(ভাই রে) শান্তি সুখের সুন্দর এই
দুনিয়ার লাগিয়া
গবেষণা করলেন তিনি
হেরাতে বসিয়া
সমাজ গঠনের জন্য একদিকে
করছেন কাজ
অপরদিকে করছেন চিন্তা গবেষণা
(তাই তো) শান্তি সুখের সুন্দর এই
দুনিয়ার লাগিয়া
গবেষণা করলেন তিনি হেরাতে বসিয়া
শেষে মুক্তির সন্ধান
দিলেন মেহেরবান
কর নবীর অনুসরণ ॥
এমনি করে চল্লিশ বছর
গবেষণার পর
নবুয়্যতের শুভ সংবাদ।
(ওরে) চল্লিশ বছর বয়সেতে
পাক রাব্বানা
বিশ্বনেতা রাসূল বলে
তাকে দিলেন ঘোষণা
খোদার হাবীব পেয়ারা নবী
রাসূল মুহাম্মদ (সা.)
সবার সেরা বিশ্বনবী
দুনিয়ার রহমত
(তাই তো) ডাক দিয়াছেন প্রিয় নবী
বিশ্ববাসীকে-
মানবতার চিরশান্তি ইসলামেরই পথে
(তখন হইতে) শুরু হইল বিশ্বনবীর
ইসলামী আন্দোলন
কর নবীর অনুসরণ ॥
আরে ও দেশের ভাই
(সবাই) তোমরা শুন রে সবাই
ইসলামের বিপ্লবী দাওয়াত
দিলেন খোদার রাসূল
পাপী তাপী সবহারাদের
অকূলেরই কূল।
হায় রে সে কী!
হইলো এ কী!
শান্তির সন্ধান পাইয়া
কেউ করিল গ্রহণ আবার-
কেউ গেল ক্ষেপিয়া।
ওরে সমাজপতি আবু জাহেল
আবু লাহাবেরা
শুরু করল বিরোধিতা ইয়াহুদি নাসারা
(হায় রে) লাগল আগুন
জ্বলল দ্বিগুণ
তুলল তুমুল আলোড়ন
কর নবীর অনুসরণ ॥
কাফের বেঈমানের কথা
বলবো কী যে ভাই
পশুত্ব আর বর্বরতায়
চক্ষু বুইজা যায়।
কালেমারই আওয়াজ তারা
বন্ধ করতে ওরে
লোভ লালসা সব দেখাইয়া
জঘন্য পথ ধরে।
(হায় রে) তারা শুরু করল নবীজীরে
হায় কী অত্যাচার
নির্বাসন দিল তাহারে
রাখল অনাহার।
ধন দৌলত বাদশাহী
সবকিছুর লোভ দেখাইলো
তারপরেও যখন পারল না
তখন সপরিবার নবীকে বন্দী করলো
শিবে আবু তালিবের জেলখানায়।
(কিন্তু) দীনের দাওয়াতে নবী
রইলেন যে অটল
করো নবীর অনুসরণ ॥
(হায় রে) চিনলি না রে কাফের বেঈমান
সোনার মানুষ চিনলি না
এমনও দরদী আমার
নবীজীরে চিনলি না
বনের হরিণ পশু-পক্ষী
চিনিল যাহারে
মানুষ হইয়া ওরে অধম
চিনলি না তাহারে।
(হায় রে) তায়েফের বর্ণনা আমি
কী করিব ভাই
আমার দয়াল নবীর দেহের ব্যথা
কেমনে ভুইলা যাই।
সারি বান্ধিয়া কাফের
দুই-ধারে দাঁড়াইয়া
পাগল বইলা নবীজীরে
পাত্থর যায় মারিয়া।
(ওরে) আঘাতে রে সর্বঅঙ্গ
জখম হইয়া যায়
শরীর মোবারক হইতে
খুন ঝরিয়া যায়।
তিন তিনবার নবী আমার
বেহুঁশ হইয়া পড়ে
সোজা হইয়া দাঁড়ায়, কাফের
আবার পাথর মারে।
এত কষ্টের পরেও রাসূল
শুধুই দোয়া করে-
বুঝার শক্তি দাও গো আল্লাহ
(আমার) তায়েফবাসীরে।
ইসলামের জন্য নবী এত
কষ্ট করেছেন
রক্ত ঝরাইছেন
(ভাই রে) নবীর এই খুনরাঙা পথ
কর না স্মরণ
কর নবীর অনুসরণ ॥
তায়েফের সকল স্মৃতি
কান্না ঝরা রক্ত মাখা
রাসূলের খুনরাঙা ঐ
দিনগুলি কি নাই রে আঁকা।
শুধু যাস নেমে তার ঐ
মিষ্টি খাওয়ার সুন্নাতে
তারে তুই দেখলি না রে
বদর ওহুদ খন্দকে
তারে তুই খুঁজলি না রে
বদর ওহুদ খন্দকে।
(ওরে) দীনের দাওয়াত দিতে যাইয়া
কত কষ্ট সয়
ওহুদের ময়দানে নবীর
দান্দান শহীদ হয়
আবার কত যে নবী রাসূল
শূলেতে চড়িল
কাহারেও আগুনেরই
কুরুতে ফালাইল।
(আর) এখন যারা ইসলামেরই
দাওয়াত দিতে যায়-
তারা কেন রসগোলা মুরগীর রান পায়।
(প্রিয় ভাই) নবীজী মার খাইলেন রক্ত
দিলেন
সাহাবীরা জীবন দিলেন শহীদ হইলেন-
(আর এখন!) মাইর তো দূরে;
আরো খাওন পায়
তবে হেগো দাওয়াতে কি কোন
মন্ত্র-টন্ত্র আছে না কি?
হ্যাঁ ভাই তাদের দাওয়াতে আছে
বিরাট গ-গোল
কর নবীর অনুসরণ ॥
(কারণ) যখন অনৈসলামি কর্মকাণ্ডে
সমাজ ভইরা যায়
অন্তরাত্মা কাঁপে, তারা
মুখ খুলতে না চায়।
হক কথা কইলে যদি
কর্তা বেজার হয়
তারা সত্য মিথ্যা সমান ভাবে
সমান ভাবে কয়
ওরে স্বার্থটারে ঠিক রাখিতে
কত্তো কিছু করেফরজ থুইয়া নফল লইয়া
দোড়াদৌড়ি করে।
(ভাই রে) সুবিধাবাদ জিন্দাবাদ ভাই
তাদের আচরণ
কর নবীর অনুসরণ ॥
দেশবাসী সকলজন
(সবাই) শোনেন দিয়া মন
সেরা আদর্শ আমার নবীজীর জীবন
কর নবীর অনুসরণ ॥