গান: ধরাতে আগমনে
কথা ও সুর: এস এম মঈনুল ইসলাম

ধরাতে আগমনে
পেয়ারা নাবী লও সালাম
দুরূদ পাঠাও সুরভি ছড়াও
ঝুমঝুম বাজাও তারই গান গাও
মারহাবা ইয়া মুস্তাফা ॥

পাখির গানে লও সালাম
ইয়া হাবীবী আস্সালাম
গানে গানে মুখরিত
রাসূল প্রেমে ডুবে যাও ॥

চারিদিকে খুশির মেলা
শিশু নবী করছে খেলা
মা আমিনার কোলে যেন
পূর্ণিমারই চাঁদ এলো ॥

ফুল ফুটে ফুলের কলি
হেসে হেসে যায় বলি
কামলিওয়ালা সাইয়্যেদিনা
বিশ্ববাসী জেনে নাও ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *