ধৈর্য্য ধারণ করার শক্তি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————
******** লিরিক্স ********
ধৈর্য্য ধারণ করার শক্তি
দাও গো মেহেরবান আমায়
দাও গো মেহেরবান
বুকের ভেতর ব্যথার নদী
বইছে অবিরাম ॥
আঁধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে
অন্তর জুড়ে দাও গো প্রভু
ভোরের পাখির গান ॥
ফাগুন কেড়ে নেয়া চৈত্র
আষাঢ় করে দাও
গাছ-গাছালির শীতল ছায়ায়
জীবন ভরে দাও ॥
আমার ধূধূ মরুর দেশে
দাও গো জোয়ার ভাটার শেষে
পারাবারের বাউরি বাতাস
আমায় কর দান ॥