গান: নদীর কলতানে ভ্রমরের গুঞ্জন
কথা ও সুর: এস এম মঈনুল ইসলাম

নদীর কলতানে ভ্রমরের গুঞ্জন
পাখিরা গেয়ে চলে গান
আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ সুমহান ॥

তোমার দয়ায় ওগো প্রভু
আমরা বেঁচে আছি
সত্য এবং দীনের পথে
থাকবো দিবা রাতি
বিশ্ব মুসলিম আপন মনে
গায় যে তোমার গান ॥

তোমার নামের ইশারাতে
ঝর্ণা ছুটে চলে
শিউলি বকুল গোলাপ চাঁপা
তোমার কথা বলে
দোয়েল কোয়েল শ্যামা চড়ুই
তোমার নামে গায় গান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *