গান: নদীর চরে লাফিয়ে পড়ে ঢেউ
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান
নদীর চরে লাফিয়ে পড়ে ঢেউ
তোমরা দেখেছো কি কেউ
ধানের ক্ষেতে বাতাস নেচে যায়
যেন পদ্মা নদীর ঢেউ ॥
দক্ষিণ বাতাস লাফিয়ে চলে চলে
যেন কত খুশির কথা বলে
দেখবে যে নয়ন ভরে
অবাক হবে সে ॥
ঢেউয়ের দোলা মনের ভেতর নাচে
ডালে ডালে সবুজ গাছে গাছে
গ্রামটা যেন যায় দুলে যায়
লাফিয়ে পড়ে ঢেউ ॥