গান: নদী রে তুই বলতে পারিস
কথা: মোঃ ইলিয়াস হোসাইন
সুর: শাহাবুদ্দীন
নদী রে তুই বলতে পারিস
ভাঙবি রে তুই কত ঘর
নাই কি রে তোর বসতবাড়ি
নাই কি রে তোর আপন পর ॥
তোর বুকেতে কত শিশু
খেলতো ঢেউয়ের তালে
কেমন করে ওরে নদী
এত নিঠুর হলে
মায়ার বাঁধন ছিন্ন করে
করলি রে তুই মোদের পর ॥
তোর লাগিয়া কত মানুষ
হারাইল ঘর বাড়ি
এখন তারা পথে পথে
করছে আহাজারি
মায়ার বাঁধন ছিন্ন করে
করলি রে তুই মোদের পর ॥